---আচ্ছা তুমি এমন কেন?
--কেমন?
---মানে তুমি এত আনরোমান্টিক কেন?
--আনরোমান্টিক কেন বললা।
---আনরোমান্টিক বলব না তাহলে কি
বলব।
--কত মেয়ের বয়ফ্রেন্ড তার গার্ল
ফ্রেন্ডের হত ধরে ঘুরাঘুরি করে।
তারা আদর করে বুকে জরিয়ে নেয়।
কিন্তু তুমি এসবের কিছুই কর না।
এখন বল তোমাকে কি বলা উচিত।
-
--ওকে এই কথা....
দেখ বিবাহের আগে এইসব অপবিত্র।
যার মাঝে শুধুই নোংরামি থাকে।
আজ যদি তোমার হাত ধরতে চাই
তাহলে কাল অন্য কিছু চাইব।
পরশু হয়ত তোমাকে একা কাছে পেতে
চাইব।
তার থেকে হাত না ধরাই ভাল।
-
--হইছে হইছে আর জ্ঞান দিতে হবে না।
আসছে জ্ঞান দিতে।
আচ্ছা তুমি এত বেশি বুঝ কেন।
-
--বেশি কই বুঝলাম তোমার কথার
উত্তরটা দিলাম।
এটাকে কি বেশি বুঝা বলে।
-
--হুম।এটাকেই বেশি বুঝা বলে।
-
--কথা হচ্ছিল হিরু অালম ও কথাকলির
মধ্যে |
-
--তাদের মাঝে আজ প্রায় এক বছরের
রিলেশন।
হিরু অালম বর্তমানে একটা প্রাইভেট
কম্পানিতে চাকরি করে আর কথাকলি
অর্নাস দ্বিতীয় বর্ষের ছাত্রী।
তাদের এই এক বছরের রিলেশনের
মাঝে | হিরু অালম একদিনও কথাকলির
হাত পর্যন্ত ধরে দেখেনি কারন
বিবাহের আগে নাকি এগুলা
নোংরামি।
-
কথাকলি হিরু অালমের হাতটা একবার
ধরার জন্য
অনেক চেষ্টা করেছে।কিন্তু
প্রত্যেকবারই বিফল হতে হয়েছে।
-
আজ থেকে প্রায় এক বছর আগের কথা
আবির সদ্যপ্রাপ্ত পড়ালেখা শেষ করে
চাকরিতে জয়েন করেছে মাত্র |
অফিসটা ছিল তার বাসা থেকে
অনেক দুরে। তাই বাসা থেকে বাসে
করে আসা যাওয়া করতে হত।
-
একদিন বাসে করে অফিস যাচ্ছিল।
পাশের সিটে বসা ছিল একটি মেয়ে
(মেয়েটি ছিল কথাকলি)। কেন জানি
হিরু অস্ততি বোধ
করছিল | কিন্তু কিছু করার নেই |
-
বাসে সিট ছেড়ে দিলে পুনরায় সিট
পাওয়া খুব
কষ্ট। তাই সে বসে রইল।
কিন্তু বাস ভাড়া দিতে গিয়ে দেখল
তার মানিব্যাগ চুরি হয়ে গেছে।
-
এখন কি করবে।কন্ডাকটরকে বুঝালেও ত
সে বুঝবে না।
-
পাশে বসা মেয়েটি বেপারটি বুঝতে
পেরেছিল |
তাই মেয়েটি ভাড়া দিয়ে
দিয়েছিল।
-
--পরের দিন থেকে হিরু মেয়েটিকে
অনেক
খুজেছে তার টাকাটা ফেরত দেবার
জন্য কিন্তু খুজে পায়নি।
-
হঠাৎ মেয়েটিকে খুজে পেলো তার
কাজিনের বিয়েতে।
-
মেয়েটি নাকি তার বান্ধবী।
সেই থেকে তার সাথে পরিচয়।
যা প্রথমে বন্ধুতে পরিনত হয়।
পরে ভালবাসায় রূপ লাভ করে।
-
তাদের এই সম্পর্ক তাদের দুই পরিবার
মেনে নেয়।
দুই পরিবারের সম্মতি সাপেক্ষে
তাদের
বিবাহসম্পন্ন হয়।
-
রাত দশটা তারা পাশাপাশি বসে
আছে। কারো মুখে কোন কথা নাই।
-
আজ তাদের বাসর ঘর।
অনেকক্ষন চুপ থাকার পর আবিরই প্রথম
বলতে শুরু করল...
--একটা কথা বলি।
.
--হুম বল।
.
--তোমার হাতটা একটু দিবে।
.
--কেন হাত দিয়ে কি করবা।
.
--ধরব।
.
--না দেয়া যাবে না।
বিবাহের আগে যেহেতু ধরনি।
তাহলে এখনও ধরতে হবে না।
-
ওই সময় ধরার মাঝে আর এখন ধরার
মাঝে অনেক পার্থক্য আছে।
সেই সময় তুমি আমার ছিলে না।
এখন তোমাকে একেবারে নিজের
করে নিলাম।
যা একমাত্র আল্লাহ ছাড়া
আর কেউ তোমাকে আমার কাছ
থেকে নিতে পারবে না।
-
আসছে আমার জ্ঞান দাতা নাও ধর
হাত। বউ এর হাত ধরবা তার আবার
অনুমিত
নিতে হবে।
-
এইভাবে চলতে থাকে তাদের
বিবাহের
পর ভালবাসা |
Friday, 16 September 2016
হিরু অালমের প্রেম
Labels:
Love Story
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment