Saturday, 17 September 2016

মিস্টি প্রেম

>>>>ক্লাস শেষে কলেজ থেকে এই মাত্র
বেরিয়েছে আকাশ আর আনিকা,,,,,
~আকাশ- চল আনিকা আজ কোথা ও
ঘুরতে যায়,,""
~আনিকা- না আমি যাবো না,,,,
~কেনো,,""?
~আমি কেনো তোর সাথে ঘুরতে
যাবো ? আমি কি তো গার্ল ফ্রেন্ড
নিকি,,,,
~আজ হঠাৎ এই রকম কথা,,,,""
~এমনিতেই মনে হলো তাই বললাম,,,,
~সব সময় তো যাস আজ গেলে কি এমন
ক্ষতি হবে বল,,,,""
~না,আমি সিদ্ধান্ত নিছি আজ থেকে
তোর সাথে কম ঘোরাঘুরি করব,,,,
~ওহ তাই নিকি, আচ্ছা ঠিক আছে,,,,""
আকাশ আর আনিকা খুব ভালো বন্ধু, সেই
ছোট থেকে একসাথে এক স্কুল আর এখন
একই কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে
পরছে দুজন,আকাশের বাবা ব্যবসায়ী,
বাবা মায়ের একমাত্র সন্তান আকাশ,
আনিকা ও বাবা মায়ের আদরের
একমাত্র সন্তান,আনিকার বাবা
ব্যাংকার,,,,
সারাদিন খুব মন খারাপ
আকাশের,বাসায় বসে বসে ভেবেছে
কেনো তার সাথে আজ আনিকা এমন
করলো,,
রাত ১১.৩০"
বাসা থেকে কিছুক্ষন আগে বাইরে
এসেছে আকাশ,কল দিলো
আনিকাকে,,,,,,
~আনিকা-হ্যালো ,,,,?
~আকাশ -কি করিস,,""?
~তুই ছাগল জানতাম,,কিন্তু কবে যে
পাগল হইছিস জানতাম নাতো,,
~ওই ভালো ভাবে কথা বল,,"'
~এর থেকে ভালো আর কি কথা বলব
তোর সাথে ? রাত বাজে ১১.৩০ বাজে
কল দিয়ে বলছিস কি করি ? আমি শুয়ে
পড়েছি এখনই ঘুমাবো ফোন রাখ,,,,
~না রাখবো না,,আর হ্যা একটু
জানালার কাছে আয় তো,,,, ""
~মানে কি ,,,,?
~আমি তোর বাসার সামনে দাঁড়িয়ে
আছি তোকে এখন অনেকক্ষন ধরে দেখব
তাই,,,,""
~না, আমি আসব না,,,,,
~তুই না আসলে আমি সারারাত
এখানে দাঁড়িয়ে থাকব,,,,""
~তোর ইচ্ছা,আমি ঘুমালাম টাটা,,,,,,
রাত ১১.৫৮
আনিকার বাসার সামনে এখনো
দাঁড়িয়ে আছে আকাশ,আবার কল
দিলো আনিকাকে,৩ বার কল হলো
ধরলো না আনিকা,৪ বারের বার,,,,,,,,
~আনিকা- হ্যালো ?
~আকাশ- কিরে আসবি না,,,,""?
~মানে কি ? তুই কি এখনো দাঁড়িয়ে
আছিস ?
~হুম,দরকার হলে সারারাত দাঁড়িয়ে
থাকবো,,,,""
~ উফ,,,, দাঁড়া দাঁড়া আমি বারান্দায়
আসতেছি,,,,,,, আসলাম কি বলবি বল ?
~দেখতো কয়টা বাজে,,,,?
~ ১২ টা
~ শুভ জন্মদিন,,,, ""
~ওহ তাইতো,ইস আমি তো ভুলেই
গেছিলাম,অনেক ধন্যবাদ তোকে,,
~হুম,তুই তো সব কিছুই ভুলে যাস,,,,""
~না,সকালে তো সাথে ঝগরার কথা
ঠিক মনে আছে,,আর তার পর ও তুই এই রকম
করলি,,,,সত্যি তুই অনেক ভালো,,,,,,,,
পরের দিন,কলেজের মাঠে বসে আছে
আকাশ আর আনিকা,,,,
~আকাশ-আচ্ছা আনিকা তুই আমার
সাথে এমন করিস কেনো,,""?
~আনিকা- কি করি আমি তোর সাথে,,?
~এই যে কেমন কেমন,,,, ""
~কি,,??এই প্রশ্নটা আমি তোকে করব করব
করে অনেক দিন ভাবছিলাম,কিন্তু তুই
কস্ট পাবি তাই করতে পারি নাই,,
~মানে কি ,,,, ""
~তোর ভাব যেন আমার কাছে কেমন
কেমন লাগে,ভুলে যাবি না তুই আর
আমি কিন্তু খুব ভালো বন্ধু,তোকে
কিন্তু আমি অল্প অল্প ভাইয়ের মতো ও
জানি,,,,
~ওহ তাই নিকি,,,,""
~হুম,আর হ্যা তোকে তো আমার বয়
ফ্রেন্ডকেই দেখানো হয়নি,,বলতে
বলতে আনিকার হাতে থাকা
মোবাইলটা আকাশে সামনে ধরে
আনিকা বললো, দেখ ওর ছবি,,,,,কিন্তু
না,আকাশ মোবাইলের দিকে না
তাকিয়েই কোন কথা না বলে ওখান
থেকে চলে গেলো,,,,,,
কয় দিন ধরে আনিকার মন খুব খারাপ,৫/৬
দিন আকাশের সাথে তার কোন
যোগাযোগ নেই,কলেজে দেখা
হয়েছিলো কিন্তু আকাশ কথা বলেনি
এড়িয়ে চলেছে তাকে আর মোবাইলে
হাজার বার কল দিছে কিন্তু আকাশ
তার কল রিসিভ করেনি,,,,আনিকা
বুঝতে পারছে যে সে আকাশের সাথে
বেশি করে ফেলেছে,আকাশকে একটা
ম্যাসেজ দিলো,,,,
(কাল বিকাল ৪ টায় পার্কে আসবি
আমি কিন্তু অপেক্ষায় থাকবো )
বিকাল ৪ টা,,
আনিকা পার্কে বসে আছে,ভাবছে
আকাশ আসবে কিনা,ভাবতে ভাবতে
আকাশ চলে আসলো,,,,
~আনিকা-তুই আমার সাথে এই রকম
করছিস কেনো আকাশ,,,,?
~আকাশ-কি রকম,, ""?
~দেখা হলে কথা বলিস না,আমার
দিকে তাকাস ও না,ফোন দিলে ধরিস
না,,,,
~এমনিতেই,,,, ""
~তুই জানিস না আমি তোর সাথে কথা
না বলে থাকতে পারি না,,
~তোর তো আমাকে কেমন কেমন মনে হয়
আর তোর তো বয় ফ্রেন্ড ও আছে,,,,""
~আমি তো তোর সাথে মজা করি,আর
সেদিন ও মজা করছি,আর তুই তো সেদিন
ছবিটা না দেখেই চলে গেলি,,,,ওই টা
তোর ছবি ছিলো আর আমি তোকে খুব
খুব বেশি, নিজের থেকে ও বেশি
ভালোবাসি,,,,,
~হুম,আমি ও তোকে ভালোবাসি,আর এই
কদিন অনেক কস্ট করে হলে ও তোকে
এড়িয়ে আর তোর সাথে কথা না বলে
থেকেছি তো মুখ থেকে এই কথা গুলা
শোনার জন্য,,,,,,,
তার থেকে প্রতিদিন তাদের ভিতর
মান অভিমান হলে ও কিছুক্ষন পর সব ভুলে
যেতো,,দুজন দুজনকে ভালোবাসে
নিজের থেকে ও বেশি,আর
সত্যিকারের ভালোবাসায় একটু
অভিমান তো থাবেই,,,,,,,<<<<

No comments:

Post a Comment